International Medical College and Hospital                                                                   

News Details

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ট্রেনিং এর শুভ উদ্বোধন!

গত ২৪ শে ফেব্রুয়ারী, ২০১৫ইং রোজ শনিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল “জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন’ শীর্ষক কর্মসূচী- এর অধীনে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ট্রেনিং এর প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান। বিকাল ৪.০০ ঘটিকায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীসহ প্রায় ৬০ জনেরও বেশী অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর আলী আজগর ভূঁইয়া। দক্ষ মোবাইল অ্যাপস প্রশিক্ষক ট্রেনিং কর্মশালা ও প্রশিক্ষণ কেন্দ্রের উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মোঃ সামস-উদ-দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই এবং আইটি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও ই.ই.ই বিভাগের চেয়ারম্যান ডঃ এস এম তৌহিদুল ইসলাম। এই অনুষ্ঠানের ইমপ্লিমেনটেশন পার্টনার এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) । এর মাধ্যমে বাংলাদেশ সরকার দেশকে ডিজিটাল করার লক্ষ্য পুরনে আরো এক ধাপ এগিয়ে গেল।