News Details

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ট্রেনিং শুরু

গত ০৭ ফেব্রুয়ারী, ২০১৫ইং রোজ শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল “জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন’ শীর্ষক কর্মসূচী- এর অধীনে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ট্রেনিং এর প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান। বিকাল ৫.০০ ঘটিকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি প্রধান শাখার তৃতীয় তলার ২০৬ নং কক্ষে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান । দক্ষ মোবাইল অ্যাপস প্রশিক্ষক ট্রেনিং কর্মশালা ও প্রশিক্ষণ কেন্দ্রের উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম রেজোয়ান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন আহমেদ, এসিস্টেন্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অব সিএসই এবং ডিরেক্টর অব স্টুডেন্ট এ্যাফেয়ার্স, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন” কর্মসূচীর প্রকল্প পরিচালক জনাব শ্যামা প্রসাদ বেপারী, যুগ্ম-সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), তথ্য ও প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় । এছাড়াও ইমপ্লিমেনটেশন পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ মুবিন খান, ব্যবস্থাপনা পরিচালক, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)।