News Details

প্রিমিয়ার ইউনিভার্সিটি-চট্টগ্রাম এ মোবাইল অ্যাপস প্রশিক্ষক ট্রেনিং এর শুভ উদ্বোধন !

প্রিমিয়ার ইউনিভার্সিটি-চট্টগ্রাম -এর অডিটরিয়ামে শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হলো “জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন’ শীর্ষক কর্মশালা। গত ৩১ শে জানুয়ারী, ২০১৫ খ্রী. এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসন ড. অনুপম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইফতেখার মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কিংশুক ধর, এসিটেন্ট প্রফেসর, প্রিমিয়ার ইউনিভার্সিটি-চট্টগ্রাম । অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীসহ প্রায় ৫০জনেরও বেশী অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।